এসো হে এসো হে প্রাণে প্রাণসখা

এসো হে এসো হে প্রাণে প্রাণসখা।
আঁখি তৃষিত অতি, আঁখি রঞ্জন
আঁখি ভরিয়া মোরে দেহ দেখা,
এসো হে এসো হে প্রাণে প্রাণসখা।

খুলিয়া প্রাণের আধো-লাজ বসন
জীবন-মন্দিরে পেতেছি আসন,
ব’সো হে বিরহ-ক্লেশ-নাশন
কন্ঠে লহ মম মালিকা।

উন্মাদ এ তরঙ্গ, উথলিছে ভীষণ ভঙ্গ
ঘোর তিমির ঘেরি দশ দিক
এসো হে নবীন নাবিক,
জীবনতরী মাঝে নাহি কো কান্ডারী
প্রেম-পারাবারে আমি একা।