এসো দুজনে খেলি হোলি
হে মোর কালো,
এসেছি আঁধারে, খুঁজিতে তোমারে
নিভায়ে ঘরের আলো,
মোহন মুরলী তব হে মম মাধব
শুনো আঁধারে বাজে ভালো।
সব নিলে কাড়ি, নিঠুর বিহারী
কাটিয়ে শরমজল,
লাজ করি হরি, এসেছি হে হরি
আজি আবিরে ভরি থাল।
হে মোর নিয়তি শ্যাম মুরতি
খেলো নিঠুর খেলা খেলো,
আজি প্রেম তীরে, হৃদয়-রুধিরে
এসো তোমারে করি লাল।