তোর আপন জনে ছাড়বে তোরে

          তোর আপন জনে ছাড়বে তোরে,

              তা ব’লে    ভাবনা করা চলবে না।

          ও তোর          আশালতা পড়বে ছিঁড়ে,

              হয়তো রে ফল ফলবে না ॥

আসবে পথে আঁধার নেমে,     তাই ব’লেই কি রইবি থেমে–

          ও তুই      বারে বারে জ্বালবি বাতি,

              হয়তো বাতি জ্বলবে না ॥

শুনে তোমার মুখের বাণী       আসবে ঘিরে বনের প্রাণী–

          হয়তো তোমার আপন ঘরে

              পাষাণ হিয়া গলবে না।

বদ্ধ দুয়ার দেখলি ব’লে  অমনি কি তুই আসবি চলে–

          তোরে     বারে বারে ঠেলতে হবে,

              হয়তো দুয়ার টলবে না ॥