আমার সাম্পান যাত্রী

আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী ।
আমি আপনারে লয়ে রে ভাই
এ-পার ও-পার করি ।।

আমায় দেউলিয়া করেছে রে ভাই নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরি তল ।
আমি ভাসতে আসি আসিনি ক কামাতে ভাই কড়ি ।।

আমি জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই ।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি ।।

আমি তারির আশায় সাম্পান লয়ে ঘাটেবসে থাকি
আমার তারির নাম ভাই জপমালা তারেই কেদে ডাকি ।
নয়ন নদীর জলে ভরি ।।

ঐ নদীর জলও শুকায়রে ভাই, সে জল আসে ফিরে ,
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথায় কিরে ।
আমি ভালবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরি ।।

(ভাটিয়ালি- কারফা )
( চোখের চাতক )