শ্রাবণ ঝুলাতে

শ্রাবণ ঝুলাতে বাদল রাতে
তোরা আয় গো কে ঝুলিবি আয়।

প্রেমগীত ছন্দে
দুলিবি আনন্দে,
ভুলিবি ভয়ভাবনা।

গগন হিল্লোলে
কালো মেঘ দোলে,
ঝুম-ঝুম নূপুর পায়।

ওগো সুখী দুখী
দাঁড়া মুখোমুখি,
দুলিবি জীবনদোলায়।