মিছে তুই ভাবিস মন

মিছে তুই ভাবিস মন
তুই গান গেয়ে যা, গান গেয়ে যা,
গেয়ে যা গান আজীবন।

পাখিরা বনে বনে
গাহে গান আপনমনে,
ওরে নাই বা যদি কেহ শোনে
গেয়ে যা গান অকারণ।

ফুলটি ফোটে যবে
ভাবে কি কাল কী হবে,
না হয় তাদের মতো শুকিয়ে যাবি
গন্ধ করি বিতরণ।

মনদুখ চাপি মনে
হেসে নে সবার সনে,
যখন ব্যথার ব্যাথীর পাবি দেখা
জানাস প্রাণের বেদন।
আজি তোর যার বিরহে
নয়নে অশ্রু বহে,
ওরে হয়ত তাহার পাবি দেখা
গানটি হলে সমাপন।