কী আর চাহিব বলো

কী আর চাহিব বলো হে মোর প্রিয়,
তুমি যে শিব তাহা বুঝিতে দিও।

বলিব না রেখো সুখে
চাহো যদি রেখো দুখে,
তুমি যাহা ভালো বোঝো তাই করিও
শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও।

যে পথে চালাবে নিজে
চলিব চাবো না পিছে,
আমারো ভাবনা প্রিয় তুমি ভাবিও।
দেখো, সকলে আনিলো মালা
ভকতি চন্দন থালা,
আমার এ যে শূন্য ডালা তুমি ভরিও
আর তুমি যে শিব তাহা বুঝিতে দিও।