কে তুমি বসি নদীকূলে

কে তুমি বসি নদীকূলে একেলা
কার লাগি এতো উতলা।

কে তরী বাহি, আসিবে গাহি
খেলিবে তার সনে কি খেলা।

সারাবেলা গাঁথো মালা
ঘরের কাজে এ কি হেলা,
ছলনা করি আনো গাগরি
কার লাগি বলো অবেলা।