জল বলে চল, মোর সাথে চল
তোর আঁখিজল কখনো হবে না বিফল,
চেয়ে দেখ, মোর নীল জলে শত চাঁদ করে টলোমল।
বধুরে আন ত্বরা করি
কূলে এসে মধু হেসে ভরবে গাগরি,
ভরবে প্রেমে হৃদকলসী, করবে ছলোছল।
মোরা বাহিরে চঞ্চল, মোরা অন্তরে অতল
সে অতলে সদা জ্বলে রতন উজল,
এই বুকে ফোটে সুখে হাসিমুখে শতদল
নহে তীরে, ওই নীরে হ’বি রে শীতল।