বঁধু এমন বাদলে তুমি কোথা,
আজ পড়িছে মনে মম কত কথা।
গিয়াছে রবিশশী গগন ছাড়ি
বরষে বরষা বিরহ বারি,
আজিকে মন চায় জানাতে তোমায়
হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।
দমকে দামিনী বিকট হাসে
গরজে ঘন ঘন মরি যে ত্রাসে,
এমন দিনে হায় ভয় নিবারি
কাহার বাহু ‘পরে রাখি মাথা।
বঁধু এমন বাদলে তুমি কোথা,
আজ পড়িছে মনে মম কত কথা।
গিয়াছে রবিশশী গগন ছাড়ি
বরষে বরষা বিরহ বারি,
আজিকে মন চায় জানাতে তোমায়
হৃদয়ে হৃদয়ে শত ব্যথা।
দমকে দামিনী বিকট হাসে
গরজে ঘন ঘন মরি যে ত্রাসে,
এমন দিনে হায় ভয় নিবারি
কাহার বাহু ‘পরে রাখি মাথা।